গণঅভ্যুত্থানবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করা হবে: জেএসডি সাধারণ সম্পাদক

ডেস্ক নিউজ ::পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারীর সহযোগীদের অন্তর্বর্তীকালীন সরকার ও গণআকাঙ্খার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, দেশে আবার দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার এবং জনগণের সমর্থনবিহীন রাষ্ট্র ক্ষমতা দখলের স্বপ্ন এদেশের বীর ছাত্র-জনতা কোনোদিন পূরণ হতে দেবে না।

অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জেএসডি সোমবার সকালে  কেন্দ্রীয় কার্যালয়ের (জেএসডি চত্বর) সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য প্রদানকালে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন আরও বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের যে সম্ভাবনা দেখা দিয়েছে তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার এবং গণমুখী শাসনব্যবস্থা প্রবর্তনে যেসকল উদ্যোগ নিয়েছে তা অব্যাহত রাখার জন্য, সমাজের সকল অংশের মানুষের সমর্থন প্রয়োজন। এতো আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে বিনির্মাণের সুযোগ কোনো দলীয় হীনস্বার্থে নস্যাৎ করতে দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, সরকারকে সময় না দিয়ে জোর পূর্বক দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত স্বৈরাচারের দোসরা নানা ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত আছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর সমন্বয়ক ও দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম, এহসান ভুঁইয়া, মোহাম্মদ মোস্তাক, শফিকুল ইসলাম শফিক, মোসলে উদ্দিন বিজয়, আকবর হোসেন প্রমুখ।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • অভিযোগ প্রমাণ হলেই মামলা : জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড
  • ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক
  • যে কোনো মূল্যে দেশ স্থিতিশীল রাখতে হবে
  • এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই : মিয়া গোলাম পরওয়ার
  • সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক
  • ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠন করতে হবে: আ স ম রব
  • নিছক শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না
  • বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ চালাতে চায়