কয়রায় অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনে ট্যাংকি বিতরণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৩০ টি দরিদ্র পরিবারের মাঝে ১,হাজার লিটারের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। সোমবার বিকাল ৪টায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এই পানির ট্যাংকি বিতরণ করা হয়। এসময় ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকী। বিশেষ অতিথী ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ, অগ্রগতি সংস্থার প্রকল্প ব্যাবস্থাপনা পরিচালক রিয়াজ রিয়াজ আহমেদ, মোঃ আঃ সালাম,রিপন সরকার, ইউনিট হিসাব রক্ষন ও মাঠ সহায়ক রিপন সরকার প্রমূখ। পানি সংরক্ষনের জন্য ট্যাংকি পেয়ে উত্তর বেদকাশী গ্রামের হাজরা খাতুন যানায়, তাদের কাছে একটি পানির ট্যাংকি ছিল স্বপ্নের মতো। আগে খাবার পানির জন্য দূরের পুকুর কিংবা উপজেলা সদরের পাড়ি জমাতে হতো। এখন ট্যাংকি পেয়ে পানির কষ্ট কিছুটা লঘোব হবে বলে তিনি জানান। প্রধান অতিথীর বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল বাকী বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি এবং অন্যান্য উৎস থেকে পাওয়া পানি সংরক্ষণের জন্য এই ধরনের ট্যাংকিগুলো স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে ট্যাংকি পাওয়া পরিবারগুলো সারা বছর ধরে নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। এই প্রকল্পের মাধ্যমে কয়রা উপজেলা ৪ টি ইউনিয়নের ৩২০ টি দরিদ্র পরিবারে মাঝে এসব ট্যাংকি বিতরণ করা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ….বাসস চেয়ারম্যান
  • কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন
  • কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত
  • কয়রায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
  • কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কয়রায় ইসলামপুর শান্তি সংঘের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন