অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দারুণ এক কীর্তি গড়লেন লুয়ান ড্রে প্রিটোরিয়াস। সাদা পোশাকে খেলতে নেমেই রঙিন শুরু এই প্রোটিয়া ব্যাটারের। দুর্দান্ত সেঞ্চুরিতে ৬১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি।
বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর দিন ১১২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন প্রিটোরিয়াস। ১৯ বছর ৯৩ দিন বয়সে মাইলফলকটি ছুঁয়েছেন তিনি। তার চেয়ে কম বয়সে প্রোটিয়াদের হয়ে আর কেউই টেস্টে সেঞ্চুরি করতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনিই।
এতদিন রেকর্ডটি ছিল দেশটির কিংবদন্তি ব্যাটার গ্রায়েম পোলকের দখলে। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে। সেটি ছিল তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট।
টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার প্রিটোরিয়াস। তার আগে সবশেষ এই স্বাদ পেয়েছিলেন স্টিফেন কুক, ২০১৬ সালে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে।
আউট হওয়ার আগে সবমিলিয়ে প্রিটোরিয়াসের ব্যাট থেকে এসেছে ১৫৩ রান। ১৫৭ বলে দেড়শ ছুঁয়ে আরেকটি রেকর্ড গড়েন তিনি। টেস্টে সবচেয়ে কম বয়সে দেড়শ ছোঁয়া ইনিংসের কীর্তি এখন তার।
এই রেকর্ডটা ছিল এতদিন পাকিস্তানের গ্রেট জাভেদ মিয়াঁদাদের। ১৯৭৬ সালে টেস্ট অভিষেকে তিনি ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন নিউ জিল্যান্ডের বিপক্ষে লাহোরে (১৯ বছর ১১৯ দিন)।
সম্পর্কিত সংবাদ

হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম অংশগ্রহণেই টুর্নামেন্টের সুপারবিস্তারিত…

কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কলারোয়ার ধানদিয়া রয়েল যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুলবল টুর্নামেন্টের ফাইনালবিস্তারিত…