সৈয়দপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সৈয়দপুর উপজেলা প্রশাসন বেলা ১১টায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সেক্রেটারী মাজহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ও বীরমুক্তিযোদ্ধা মো. সামসুল হক সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন প্রমুখ। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী গৃহিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।
সৈয়দপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ। শেষে কুচকাওয়াজে অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে জাতির শান্তি সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রদর্শনী ফুটবল,টি-টুয়েন্টি ক্রিকেট, হাডুডু খেলার আয়োজন, বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন প্রভূতি।
এদিকে দিবসটি পালনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
« আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস পালিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন »
সম্পর্কিত সংবাদ
সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআর পদ্ধতির বিরোধীতা করা হচ্ছে -মাওলানা এটিএম মা’ছুম
ডেস্ক রিপোর্ট :: নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠনবিস্তারিত…
রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার
ডেস্ক নিউজ :: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১বিস্তারিত…


