সৈয়দপুরে আগুনে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি  : নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ আগুনে দুইটি পরিবারের সর্র্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত দুইটায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া (কবিরাজপাড়া) সিরাজুল ও সাদিকুলের বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পরিবার দুইটির ১৪টি সেমিপাকা টিনের ঘর,  আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, ধান-চাল, হাঁস-মুরগী, প্রয়োজনীয় দলিলপত্রসহ সব কিছু ভস্মীভূত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫/২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
জানা গেছে, ওই এলাকার মো. সিরাজুলের বাড়ি থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তাঁর ছোট ভাই  সাদিকুলের বাড়িতেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই উল্লিখিত দুই পরিবারের বাড়ির ১৪ টি সেমিপাকা টিনের ঘরসহ সকল সম্পদ পুড়ে ছাঁই হয়ে যায়। সংঘটিত আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শুধুমাত্র পড়নের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। আগুনের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যূতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাঙ্গালীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিসুর রহমান জানান, আকস্মিক ওই আগুনে ক্ষতিগ্রস্ত সিরাজুল ও সাদিকুল সহোদর। ওই পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সৈয়দপুর উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে কোন রকম সাহায্য-সহযোগিতা পাননি।





সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আভাস, নিরাপদে থাকার পরামর্শ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কেজি রূপা উদ্ধার
  • কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়নে কর্মশালা
  • শার্শায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ‍্য র‍্যালী অনুষ্ঠিত
  • ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
  • দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার
  • সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
  • ট্রানজিট সুবিধা বাতিলে বেনাপোল বন্দর থেকে ফেরত এলো ৪ পণ্যবাহী ট্রাক