সৈয়দপুরে আগুনে দুইটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ আগুনে দুইটি পরিবারের সর্র্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত দুইটায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া (কবিরাজপাড়া) সিরাজুল ও সাদিকুলের বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পরিবার দুইটির ১৪টি সেমিপাকা টিনের ঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, ধান-চাল, হাঁস-মুরগী, প্রয়োজনীয় দলিলপত্রসহ সব কিছু ভস্মীভূত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫/২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
জানা গেছে, ওই এলাকার মো. সিরাজুলের বাড়ি থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তাঁর ছোট ভাই সাদিকুলের বাড়িতেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই উল্লিখিত দুই পরিবারের বাড়ির ১৪ টি সেমিপাকা টিনের ঘরসহ সকল সম্পদ পুড়ে ছাঁই হয়ে যায়। সংঘটিত আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা শুধুমাত্র পড়নের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। আগুনের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যূতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাঙ্গালীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিসুর রহমান জানান, আকস্মিক ওই আগুনে ক্ষতিগ্রস্ত সিরাজুল ও সাদিকুল সহোদর। ওই পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সৈয়দপুর উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে কোন রকম সাহায্য-সহযোগিতা পাননি।
« কয়রায় জামায়াতের ইফাতার ও দোয়া মাহফিল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) রোহিঙ্গাদের পাশে থাকবে জাতিসঙ্ঘ »
সম্পর্কিত সংবাদ

আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামীলীগ বিগত ১৫/১৬বিস্তারিত…

চারদিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দিয়েছেন।বিস্তারিত…