কয়রায় নাইলতোলা খালের দখল পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার ইজারাকৃত নাইলতোলা খাল দখল পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খালটি দখল পেতে গতকাল ১ মার্চ বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ষোলহালিয়া গ্রামের কালাম গাজীর পুত্র মোঃ জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য তিনি বলেন, চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জি,এম আবু জাফর সহ সমিতির সকল সদস্যগণ গত ২০২২ সাল থেকে সমিতির কার্যক্রম সুনামের সহিত চালিয়ে আসছে। সেই সুবাধে ২০২৪ সালের এপ্রিল মাসের ২ তারিখে  উক্ত সমিতির নামে নাইলতোলা খাল ইজারাপ্রাপ্ত হয়। সেখান থেকে কমিটির সদস্যগণ খালটি ভোগদখল করে আসছিল । কিন্তু গত ০৫/১২/২০২৪ তারিখে মোঃ আজিজুল হক গোপনে একটি ভুয়া কমিটি করে কয়রা  উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করে খালটি  ইজরা নেন।  কিন্তু খালের  রায় নিয়ে জি, এম আবু জাফর হাইকোর্টে মামলা করেন এবং গত ০৫/১২/২০২৪ সালের কমিটি হাইকোর্ট স্থগিত করে ২০২২ সালের জি,এম আবু জাফরের কমিটি বহাল রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মাইকিং করে জি, এম আবু জাফরের কমিটির নিকট খালটি পুনরায় হস্তান্তর করেন। লিখিত বক্তব্য তিনি  আরও বলেন, মোঃ আজিজুল হক ও তার ভাই মোঃ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে প্রভাব খাটিয়ে  খালটি দখল করে নেয়। এবং আনুমানিক ১০ থেকে ১১ লক্ষ টাকার মাছ মেরে নেয় এবং প্রায় ২ লক্ষ টাকার জিনিসপত্র বাসা ভেঙে লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রশাসনের ভয় সহ সমিতির মূল কমিটির সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি সহ বিভিন্ন ভাবে মামলার ভয় দেখিয়ে আসছে । সংবাদ সম্মেলনের মাধ্যমে  আমরা খালটি দখল পাইবার দাবি জানাই। প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক খালটি হাইকোর্টের রায়প্রাপ্ত ও মূল কমিটি জি,এম আবু জাফর দখল প্রাপ্ত হতে পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।





সম্পর্কিত সংবাদ

  • বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ….বাসস চেয়ারম্যান
  • কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন
  • কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত
  • কয়রায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
  • কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কয়রায় ইসলামপুর শান্তি সংঘের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন