সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি :: সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি)শহরের কয়ানিজপাড়াস্থ কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
এতে গেস্ট অব অনার ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক সৈয়দ শাহ্ ফজলুর রহমান নাসিম। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন কাজী মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর ডিরেক্টর লায়ন মো.আজমল সরকার।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি নীলফামারী জেলা শিক্ষা অফিসার কলেজের ৫৬টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
একই অনুষ্ঠানে কলেজের প্লে শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
  • ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল
  • একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
  • এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়: পরীক্ষায় নকল করলেই ৪ বছর নিষিদ্ধ
  • জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পাবে ঢাবির ভর্তিতে বিশেষ সুবিধা
  • সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান