এবার দৃষ্টি প্রতিবন্ধীর পাশে দাড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিমের পাশে সহায়তার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর। এবার সংগঠনটির পক্ষ থেকে তাঁর জন্য একটি মুদি দোকানের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে দোকানের মালামাল দিয়ে তাঁকে স্বাবলম্বী করার ব্যবস্থা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর ডাক্তারপাড়ার রেজাউল করিম (৩৭)। তিনি শৈশবে হারিয়েছেন বাবাকে। আর চার বছর বয়সে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আঘাত পান। তাঁর হতদরিদ্র মা রেজাউল করিমের চোখের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও তাঁর চোখের আলো ফেরাতে পারেননি। এতে করে দুইটি চোখ হারিয়ে চিরদিনের জন্য দৃষ্টিহীন হয়ে পড়েন রেজাউল। তারপরও পিতাহীন পরিবারের সন্তান রেজাউলকে সংসারের হাল ধরতে হয়। নিরূপায় হয়ে কৃষি দিনমজুরী পেশা বেছে নেন। ইতিমধ্যে তিনি বিয়ে করে হয়েছেন পাঁচ সন্তানের জনক। প্রতিদিন কাজকর্ম করে যে আয় রোজগার হয় তা দিয়ে স্ত্রী, সন্তান এবং বৃদ্ধা মাকে নিয়ে দুই বেলা খেয়ে না খেয়ে বেঁচে আছেন রেজাউল করিমের পরিবার।
গেল আমন মৌসুমে ধান কাটা মাড়াইয়ের কাজকর্ম শেষ হয়ে গেলে মারাত্মক বিপাকে পড়েন তাঁর পরিবার।
এমতাবস্থায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক খালিদ হাসানের শরণাপন্ন হন দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিম। তিনি রেজাউলের বিষয়টি নিয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সংগঠনের পক্ষ থেকে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিমের পুনর্বাসনে একটি মুদি দোকানের ব্যবস্থা করেন। ৭ ফেরুয়ারী (শুক্রবার) সংগঠনের পক্ষ থেকে দোকানের মালামাল হস্তান্তর করা হয়েছে।
এ সময় হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, উপদেষ্টা জোবায়দুল ইসলাম সাগর, ছাত্রনেতা শাকিল চৌধুরী , উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, যুগ্ম-সম্পাদক মো. রুবেল ইসলাম, কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম,প্রচার সম্পাদক মো. হৃদ ইসলাম, কোষাধ্যক্ষ নাদিম ইসলাম, সদস্য মো. রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা বলেন, আমাদের সংগঠনটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সংগঠনের পক্ষ থেকে সব সময় সাধ্য মতো সমাজের অবহেলিত অসহায় দুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ানো চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় দৃষ্টি প্রতিবন্ধী রেজাউল করিমের পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।
« রেজাউল কমিশনার, আব্দুস সবুর কোষাধ্যক্ষ, আবু তালেব সম্পাদক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন »
সম্পর্কিত সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস আলম
সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন সেনাপ্রধানের সঙ্গেবিস্তারিত…

সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পের ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়েবিস্তারিত…