সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে ভারতে যাওয়ার পথে গ্রেফতার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদি শফিকুল ইসলামকে (৩৪) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। সন্ধায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান।

আটককৃত আসামির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রাম। তিনি ওই গ্রামের তাইজুল ইসলামের ছেলে। স্ত্রী হত্যার দায়ে ২০২২ সালের ১ জুন থেকে সাতক্ষীরা কারাগারে বন্দি আছেন।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে কয়েকজন কয়েদি পালিয়ে যান। তার মধ্যে স্ত্রী হত্যা মামলার আসামি শফিকুল ইসলাম মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় কোদলা নদীর মধ্য থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

সাতক্ষীরা কারাগার সূত্রে জানা গেছে, কারাগারটিতে ৫৯৬ জন বন্দি ছিলেন। ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকশ মানুষ সাতক্ষীরা কারাগারে পাঁচিলের ফটক টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে বন্দিদের বের করে নিয়ে যায়। পরে বন্দিদের বেশিরভাগ কারাগারে ফিরে আসেন। তবে এখন পর্যন্ত কতজন পলাতক আছেন, তা জানা যায়নি।






সম্পর্কিত সংবাদ

  • নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন
  • শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
  • ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট
  • অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ 
  • সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান