কলারোয়ার কাজীরহাটে যুবদলের কর্মী সমাবেশ

কামরুল হাসান :: কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় হেলাতলা ইউনিয়নের কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে। যুবদল নেতা শেখ শফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, হেলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান খান চৌধুরী, সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাবেক মেম্বার নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, সাবেক ছাত্রদল নেতা আশরাফুজ্জামান বাবু প্রমুখ।
কর্মী সমাবেশে হেলাতলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন যুবদল নেতা তবিবর রহমান ও মুনসুর আহমেদ।
« কলারোয়ায় ৯ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সৈয়দপুরে তারুণ্যের উৎসবের সমাপনী বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ »
সম্পর্কিত সংবাদ

কলারোয়ায় কয়লায় বিএনপি নেতা রকিব মোল্লার মতবিনিময়
কামরুল হাসান :: কলারোয়ার কয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপিরবিস্তারিত…

কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কামরুল হাসান :: কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ‘কারিগরি প্রশিক্ষণবিস্তারিত…