আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে : মুহাদ্দিস রবিউল বাশার

 জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের সীমান্তে অবস্থিত কালকী স্লুইস গেটের মুখে পলি জমা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া ও সংশ্লিষ্ট সমস্য সরেজমিন দেখতে ও জানতে এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার সকালে নেতৃবৃন্দ গেটের কাছে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন এবং প্রকৃত অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। নেতৃবৃন্দ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সকলকে আশ্বস্থ করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা বিভাগীয় টিম সদস্য এবং সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে কালকি গেটের কারনে সৃষ্ট সমস্যার কথা বলে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছি। আজকে সরেজমিন এসে বিস্তারিত সমস্যা সম্পর্কে অবহিত হলাম। মানুষের দুঃখ-দুর্দশা ও এলাকার পরিস্থিতির কথা শুনে খুবই বেদনা পেয়েছি ও হতাশ হয়েছি। ডিসি সাহেবকে বলবো এবং সমস্যা সমাধানে সার্বিক ভাবে চেষ্টা করবো। নেতৃবৃন্দ আরও বলেন, এটি একটি কঠিন সমস্যা, এর সমাধান ব্যতীত কোন বিকল্প নেই। যে কোন মূল্যে সমাধান করা হবে ইনশাল্লাহ। আমাদের কর্মীরা যে চাঁদা দেয় প্রয়োজনে সেই টাকা ব্যয় করে হলেও যদি জলাবদ্ধতা দূর করা যায়, মানুষের কল্যাণ হয় তাই করা হবে।
খাজরা ও বড়দল ইউনিয়নের ১৪ টি গ্রামের মানুষ কালকি গেটের কারনে ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারনে সাপার করছে। প্রায় ১০ হাজার বিঘা জমির ধান ও ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এলাকা ফসলি জমি নষ্ট ও গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ে থাকে। বসত ঘরে পানি ঢোকে, পথঘাট ডুবে যায়। জীবন জীবিকার তাগিদে মানুষ ঘর ছেড়ে চলে যায়। পুরো বড়দল ইউনিয়ন লবণ পানি মুক্ত, এখানে কোনো লোনা পানির মাছ চাষ হয় না। বর্ষা মৌসুমে বিলের ও গ্রামের পানি কপোতাক্ষ নদে নিষ্কাশন করা হয়ে থাকে। অন্য মৌসুমে অধিকাংশ জমি পতিত থাকে এবং এলাকায় ব্যাপকভাবে গবাদি পশুর চাষ হয়ে থাকে। এই বিল বর্ষা মৌসুম বাদে গবাদি পশুর চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এখন গবাদি পশু পালন করাও কষ্টকর হয়ে পড়েছে।
মতবিনিময় কালে উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামাননতুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম, খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ, অবঃ পুলিশ সদস্য হাবিবুর রহমান, প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল, মেম্বার তারক চন্দ্র মন্ডল,  মেম্বর অসীত কুমার ঘোষ, শিক্ষক কালি কিংকর মন্ডল, মিজানুর রহমান গাইন, মাহবুবুর রহমান, মাস্টার আনারুল ইসলাম, হাবিবুর রহমান লিপু প্রমুখ উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে শীতার্তদের মাঝে জামায়াতের জেলা আমীরের কম্বল বিতরণ
  • আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা
  • কুল্যার কচুয়া প্রাইমারী স্কুলে  ক্লাস্টারের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • বুধহাটায় আইএফআইসি  ব্যাংকের কম্বল বিতরণ
  • খাজরা ইউনিয়ন পরিষদে কাজে  আসা মানুষের স্বস্তি
  • আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ
  • চাপড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল চ্যাম্পিয়ন