কোদন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েও নিয়ম অমান্য করে দায়িত্বে থাকার অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনির এক প্রধান শিক্ষক মামলায় জেল খাটা ও সাময়িক বরখাস্তের পরও নিয়ম অমান্য করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে দায়িত্ব না দিয়ে বহাল তবিয়তে দায়িত্ব পালন ও পূর্ণ বেতন ভাতাদি উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে ইউএনও বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
স্কুলের অভিভাবক সদস্য আনিছুর রহমান বাদী হয়ে দাখিলকৃত আবেদন ও অন্যান্য কাজপত্রসূত্রে জানাগেছে, প্রধান শিক্ষক দুখীরাম ঢালী স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি ঘটান। এব্যাপারে ফৌজদারী মামলা ও জিআর ১১৬/২০২২ মামলা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে আদালত কর্তৃক জেল হাজতে আটক হলে ২৩/০১/২০২৩ তাং ম্যানেজিং কমিটির সভা হয়। সভায় শ্লীলতাহানি ও চার্জশীটে অভিযুক্ত হওয়ায় তাকে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। এরপর তিনি সরকারি বেতনের অর্ধেক উত্তোলন করতেন। তিনি মহামান্য হাইকোর্টে জামিন পেলে মামলা চলমান আছে। তারপরও তিনি প্রভাব খাটিয়ে “বাংলাদেশ গেজেট প্রকাশ ২১ মে ২০২৪” এর ৫৫-১, ২, ৩, ৪, ৫ ও ৬ অমান্য করে নিয়োগ বাণিজ্য সহ পূর্ণ বেতনভাতা উত্তোলন করে আসছেন।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আইনী মতামত প্রাপ্তির আবেদন করলে আইন শাখার —–১৮৯৮, তারিখ ৩০/১০/২৪ নং স্মারকে মামলায় গ্রেফতারের তারিখ অথবা জেল হাজতে যাওয়ার তারিখ হতে এক্ষেত্রে বিজ্ঞ আইন উপদেষ্টার মতামতের আলোকে “জনাব দুখীরাম ঢালী ফৌজদারী সাময়িক বরখাস্ত থাকবেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বিধি মোতাবেক জীবন ধারন ভাতা প্রাপ্ত হবেন”। বলে জানান হয়। কিন্তু তারপরও সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে দায়িত্ব না দিয়ে আইন অমান্য করে চলেছেন। এতে তার অনৈতিক কর্মকান্ড, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়ম এবং বর্তমানে স্কুলে সহকারী প্রধান শিক্ষক অবসর গ্রহন করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
অপরদিকে তার বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আইনী মতামত গোপনে রাখা, নিয়ম অমান্য করা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে দায়িত্ব না দেওয়ার প্রতিকার চেয়ে আবেদন করার পর ইউএনও আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলেন। কিন্তু শিক্ষা অফিসার শিক্ষা অধিদপ্তরের আইনী মতামত মোতাবেক ব্যবস্থা না নেওয়ার প্রতিকার চেয়ে করা আবেদন মোতাবেক ব্যবস্থা গ্রহনের দায়িত্ব পালনে দ্রুত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, ৩০ তারিখের আবেদন পেয়েছি। নতুন বই বিতরণ নিয়ে ব্যস্ত ছিলাম। এবার ব্যবস্থা নেওয়া হবে।
« সুন্দরবন উপকুলীয় বাঘবিধবা নারীদের গল্প (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে যুব দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনিতে যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও টিমবিস্তারিত…
আশাশুনির আশরাফ ডিসাস সভাপতি নির্বাচিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশান (ডিসাস) এর সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত…