সাতক্ষীরায় রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও পাঠ্য বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে পুরাতন সাতক্ষীরাস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে রাশিদা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দীন গজ্নবী বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পাঠ্যবই বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাপি স্যার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ তৌহিদুজ্জামান চপল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনেটারী ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম, শেখ আমিনুর রহমান, মো. রবিউল ইসলাম, তরুণ কুমার রায়, মো. মোস্তফা কামাল, মো. নাজিম উদ্দিন মিলু প্রমুখ। এ সময় রাশিদা স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা শেলী।

ক্যাপশন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।






সম্পর্কিত সংবাদ

  • নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন
  • শ্রীরামপুর যুববিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
  • ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট
  • অসুস্থ আব্দুস সেলিমকে দেখতে বাড়িতে গেলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ 
  • সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
  • চলমান শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান