খুলনায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর খুলনা উন্নয়ন কমিটির স্মারকলিপি প্রদান
খুলনা প্রতিনিধি :: রবিবার ৩০ ডিসেম্বর দুপুর ১২ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানে উল্লেখ করা হয়।
দীর্ঘদিন ধরেই খুলনা অবহেলিত ও উন্নয়ন বঞ্চনার শিকার। সরকার পরিবর্তন হয় কিন্তু খুলনার উন্নয়ন হয় না, খুলনার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়না। আমরা এই অবস্থার অবসান চাই। সকল অঞ্চলের সুষম উন্নয়ন করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোন বৈষম্য আমরা চাই না।
বিগত সরকারের সময় থেকেই দুটি বিশ^বিদ্যালয় নির্মাণসহ বড় বড় প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি, নামের কারণে কোনো প্রকল্পের কাজ যেন বন্ধ না হয়। জনগুরুত্বপূর্ণ কোনো প্রকল্প যেন স্থগিত এবং অর্থায়ন বন্ধ না করা হয়, প্রয়োজনে নাম পরিবর্তন করে প্রকল্পগুলোর কাজ দ্রæত শেষ করতে হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় বিমান বন্দর নির্মাণ, পাইপ লাইনে গ্যাস সরবরাহ ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ, পর্যটন শিল্প গড়ে তুলতে সুন্দরবনকে রক্ষা করা, মোংলা বন্দরের স্বার্থে আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর স্থাপন, খুলনায় মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ স্থাপন, রাস্ট্রায়ত্ত পাটকলসহ বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেক্সটাইল মিল এলাকায় থিম পার্ক প্রকল্পের কাজে গতি ফিরিয়ে আনা, দাদা ম্যাচের জমিতে আইটি পার্ক ও ভৈরব সেতুর কাজ দ্রæত শেষ করা।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ দ্রুত শুরু করা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকে অনুমোদনসহ খুলনার ভিতরে ১৫০ একর জমির সংস্থান করে কাজ শুরু, খুলনায় নভোথিয়েটারের কাজ দ্রুত শুরু করা, আফিল গেট থেকে কুদির বটতলা পর্যন্ত জাতীয় মহাসড়ক (রূপসা সেতু বাইপাস) ৬ লেনের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প দ্রুত অনুমোদন, যদি খুলনার সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগানো যায়। খুলনার প্রাকৃতিক এবং ভু-রাজনীতির সুবিধাকে কাজে লাগিয়ে সড়ক, রেল, নৌ এবং সমুদ্রপথে ভারত, নেপাল, ভূটানের সাথে বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে এ অঞ্চল হতে পারে অর্থনৈতিক হাব।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. বাবুল হাওলাদার, এ্যাড এস.এম মারুফ আহমেদ, মোঃ খলিলুর রহমান, শেখ গোলাম সরোয়ার, জান্নাতুল নাঈম নিঝুম, রাজিয়া সুলাতানা মিলি ও প্রমিতি দফাদার প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫বিস্তারিত…
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি :: বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিতবিস্তারিত…