আশাশুনি সদর জামায়াতের কমিটি গঠন ও দায়িত্ব বন্টন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কমিটি টিম সদস্য গঠন ও দায়িত্ব বন্টন করা হয়েছে। উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি কর্ম পরিষদ ও শুরা সদস্য এবি এম আলমগীর পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য আফসার উদ্দিন খাঁ। সভায় ২০২৫-২৬ সেশনের জন্য টিম সদস্য হিসাবে দায়িত্ব পালনকারীদের নাম এবং তারা যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন ও যে ওয়ার্ডে তদারকী করবেন তা নির্ধারণ করা হয়।
দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি, কর্ম বিভাগ ও তদারকীর জন্য নির্বাচিত ওয়ার্ড নিচে দেওয়া হলো। হাফেজ আব্দুল্লাহ সদর ইউনিয়ন আমীর। বিভাগ- মহিলা, ছাত্রী, পরিকল্পনা। ওয়ার্ড শীতলপুর ও দুর্গাপুর। মাওঃ আঃ হাই সেক্রেটারী। অফিস, রাজনীতি, প্রচার, মিডিয়া, আইন আদালত, মানবাধিকার। ওয়ার্ড কোদন্ডা ও আশাশুনি-২। শহীদুজ্জামান বাবলু সহ সেক্রেটারী। বাইতুলমাল, সমাজ কল্যাণ। ওয়ার্ড আশাশুনি-১। টিম সদস্য বেলাল হোসেন, যুব পেশাজীবি মানব সম্পদ, হাড়িভাঙ্গা ও বলাবাড়িয়া। মাওঃ জোবায়ের হোসেন, ওলামা তালিমুল কুরআন মুফাচ্ছির হাফেজ কল্যাণ, সোদকনা। মাওঃ কামরুল ইসলাম, তারবীয়াত সংগঠন, দুর্গাপুর। মোবারক হোসেন, ব্যবসায়ী সমিতি, শ্রীকলস। আঃ আজিজ, দাওয়া প্রকাশনা, শ্রীকলস। মাছুম বিল্লাহ, সাংস্কৃতি তথ্য গবেষণা, বলাবাড়িয়া। সিরাজুল ইসলাম, নির্বাচন, কোদন্ডা। আবুল কাশেম, শ্রমিক কল্যাণ বিভাগ, ওয়ার্ড আদালতপুর।
« বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে যুব দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনিতে যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও টিমবিস্তারিত…
আশাশুনির আশরাফ ডিসাস সভাপতি নির্বাচিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশান (ডিসাস) এর সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত…