অপেক্ষায় প্রযোজক পরিচালকরা, অনিশ্চয়তা কাটেনি এখনও
নিউজ ডেস্ক :: গত জুলাই জুড়ে চলেছে শিক্ষার্থীদের আন্দোলন। চলেছে কারফিউ, করা হয় সেনা মোতায়েন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন ছাত্র-জনতা। যদিও ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। তার দেশত্যাগের পর দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে স্থবির হয়ে পড়ে দেশের শোবিজ। থমকে যায় চলচ্চিত্র। এরমধ্যে মুক্তি পিছিয়েছে ৬টি সিনেমার। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, গত এক মাসে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। এমনকি মুক্তির জন্য নতুন তারিখ ঠিক করারও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ৯ই আগস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে অস্থিতিশীল পরিস্থিতিতে মুক্তি পিছিয়ে দেয়া হয়। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। আমাদেরও মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। ২৩শে আগস্টই ছবিটি মুক্তি দিতে চাই। এদিকে জুলাই-আগস্টে মুক্তি পিছিয়ে যাওয়া আর বাকি কোনো ছবিই এই সময়ে মুক্তি দিতে চাচ্ছেন না প্রযোজক-পরিচালকরা। এসব ছবির পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিশ্চয়তা এখনো কাটেনি। এই সময়ে দর্শকের বিনোদনের কিংবা সিনেমা দেখার প্রতি মনোযোগ নেই। সেই পরিস্থিতি তৈরি হলেই তারা কেবল সিনেমা মুক্তি দেবেন।
সম্পর্কিত সংবাদ
অমিতাভের ওপর যে কারণে বিরক্ত হয়েছিলেন দোকানি
নিউজ ডেস্ক :: একজন মহা তারকা হয়েও সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পছন্দ করেন অমিতাভবিস্তারিত…
‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’
নিউজ ডেস্ক::সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামকবিস্তারিত…