বড়দিন উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

বেনাপোল প্রতিনিধি :: খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বুধবার বড়দিনের সরকারি ছুটিতে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। সেই সাথে বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
« বাড়ছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সৈয়দপুরে স্বামীর হাতে স্ত্রী খুন : খুনি স্বামীকে খুজছে পুলিশ »
সম্পর্কিত সংবাদ

কয়রায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নতুন কার্যালয়ের উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর কয়রা শাখা এজেন্সীর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত…

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় বর্ণিল নানা আনন্দ আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪বিস্তারিত…