শ্যামনগরে পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া নাইনএমএম পিস্তল উদ্ধার।

 

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের নিকটস্থ কাঁচটাহাড়ি এলাকায় ঝোঁপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় নাইনএমএম পিস্তলটি উদ্ধার করে। গত ৫ আগস্ট আওমী সরকার পতনের পর শ্যামনগর থানায় দুর্বৃত্তকারীরা অগ্নিসংযোগের করে। পরবর্তীতে থানার মালামালের সহ অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুট করেন দুর্বৃত্তরা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে ওই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এখনো লুট হওয়া অনেক অস্ত্র বাইরে আছে এগুলো উদ্ধারে পুলিশের পাশাপাশি সাধারন জনগনেরও সহযোগিতা আশা করছি।





সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
  • শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।
  • কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে শ্যামনগরের রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা নৌদুর্গ
  • শ্যামনগর সরকারি মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান