শ্যামনগরে সিডিও’র বাস্তবায়নে নির্মিত রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট উদ্বোধনী আনুষ্ঠান

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে সিডিও’র বাস্তবায়নে নির্মিত রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট স্থাপনা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার জনাব নাজমুল হুদা, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিডিও’র প্রতিষ্ঠাতা গাজী আল ইমরান বক্তব্যে বলেন, আমাদের উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির অনেক অভাব। যাহার কারনে মানুষ পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। যাহার ভিতরে শিশুদের সংখ্যা অনেক বেশী। আমাদের রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট স্থাপন করার উদ্দেশ্য হলো, মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা। যাতে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে এবং পানিবাহিত রোগ থেকে মুক্তি পেতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন বক্তব্যেধন্যবাদ জ্ঞাপন করেন সিডিও’র এই উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার জন্য।
« সেব’র সাথে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল ও জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ইতিহাস গড়ার মিশনে ব্যাট করছে বাংলাদেশ »
সম্পর্কিত সংবাদ

পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
পরিতোষ কুমার বৈদ্য::শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি::সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালবিস্তারিত…

শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের নকিপুরবিস্তারিত…