শ্যামনগরে সিডিও’র বাস্তবায়নে নির্মিত রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট উদ্বোধনী আনুষ্ঠান

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি ::  সাতক্ষীরার শ্যামনগরে সিডিও’র বাস্তবায়নে নির্মিত রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট স্থাপনা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত‌ ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি অফিসার জনাব নাজমুল হুদা, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিডিও’র প্রতিষ্ঠাতা গাজী আল ইমরান বক্তব্যে বলেন, আমাদের উপকূলীয়  অঞ্চলে বিশুদ্ধ পানির অনেক অভাব। যাহার কারনে মানুষ পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। যাহার ভিতরে শিশুদের সংখ্যা অনেক বেশী। আমাদের রিভার্স ওসমোসিস (আরও) প্লান্ট স্থাপন করার উদ্দেশ্য হলো, মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা। যাতে মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে এবং পানিবাহিত রোগ থেকে মুক্তি পেতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন বক্তব্যেধন্যবাদ জ্ঞাপন করেন সিডিও’র এই উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার জন্য।





সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।
  • শ্যামনগরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন।
  • কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে শ্যামনগরের রাজা প্রতাপাদিত্যের জাহাজঘাটা নৌদুর্গ
  • শ্যামনগর সরকারি মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান