শ্রমিকদের অধিকার রক্ষায় দেশে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে: মোবারক হোসাইন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারবক হুসাইন বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় দেশে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আমাদের দেশের সিংহভাগ মানুষ শ্রমজীবী খেটে-খাওয়া মানুষ। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশকে সেবা দিয়ে থাকেন। তারা হলেন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যেখানেই শ্রমিকরা অধিকার বঞ্চিত হবেন, সেখানেই আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন। যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুুর রহমান।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠন করতে চায়। আগামীতে জামায়াতে ইসলামী দেশবাসীর ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রগঠন করতে পারলে শ্রমিকসহ সকলের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। কাউকে অধিকার চাইতে হবে না। সকলের ন্যায্য অধিকার নিজ নিজ দুয়ারে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।
সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান বলেন, শ্রমিকসমাজ আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম অংশীদার। তারা রাতদিন পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। তাই তাদের অধিকারের দিকে নজর রাখতে হবে। তাদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তাদের স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের অধিকার রক্ষায় শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। দেশে ইসলামী কল্যাণমূলক ও শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারশনকে শক্তিশালী করার জন্য আমি যশোরের শ্রমিকসমাজের প্রতি উদাত্ত আহŸান জানাচ্ছি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. আখতারুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জনাব ইদ্রিস আলী। এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, মো. আব্দুর রহিম, দ্বীন ইসলাম, মনিরুল ইসলাম, আকতারুজ্জামান জহুরুল ইসলাম, প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক
নিউজ ডেস্ক :: বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগমবিস্তারিত…
ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামাতের কমিটিবিস্তারিত…