শোভনালী জামায়াত নেতা ক্বারী রাশিদুজ্জামান জানাজা নামাজ সম্পন্ন
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2024/12/Screenshot_2024-12-14-18-53-24-66_6012fa4d4ddec268fc5c7112cbb265e7.jpg?resize=719%2C420&ssl=1)
আব্দুর রাজজাক :আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বসুখালী জামায়াতে রোকন ওয়ার্ড সভাপতি ক্বারী রাশিদুজ্জামান মুকুল ১৩ডিসেম্বর(শুক্রবার) দুপুর ১২.৩০মিনিটে ঢাকা চীন মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।আজ ১৪ডিসেম্বর (শনিবার) বাদ জোহর বসুখালী জামে মসজিদ প্রাঙ্গনে জানেজা নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজা নামাজে উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও জানাজা নামাজের ইমামতি করেন আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক ৩আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা নায়েবে আমীর নুরুল আফসার মুরতাজা,উপজেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আনারুল হক,মাওলানা মাহফুজুর রহমান।আর উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী,সহকারী সেক্রেটারি যুবনেতা ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, ইউনিয়ন নায়েবে আমীর দেছের আলী, ইউনিয়ন সেক্রেটারী মাওলানা জিয়াউল ইসলাম, ইউনিয়ন বাইতুলমাল সেক্রেটারি আহসান হাবিব, উপজেলা শিবিরে সভাতে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, ওমর ফারুক প্রমুখও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল। বক্তাগণ শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম ১স্ত্রী,১পুত্র সন্তান,১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পর্কিত সংবাদ
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG-20250115-WA0004-01.jpg?resize=400%2C200&ssl=1)
সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহারবিস্তারিত…
![](https://i0.wp.com/www.satkhiranews.com/wp-content/uploads/2025/01/IMG-20250115-WA0015.jpg?resize=400%2C200&ssl=1)
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের মাসিক বৈঠক
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত ইসলামীর যুব বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত…