শ্যামনগরে প্রায় ৩ সপ্তাহ ধরে ভুমি সেবা বন্ধ খাজনা নামজারি রেজিষ্ট্রিতে ভোগান্তি

শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরে সফটওয়্যার আপগ্রেডেশনের কারনে দু সপ্তাহ যাবত ভুমির যাবতীয় সেবা বন্ধ রয়েছে। যেকারনে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় শ্যামনগর সাবরেজিষ্ট্রি অফিসে দলিল রেজিষ্ট্রি বন্ধ রয়েছে। এতে শ্যামনগরের মানুষের ভোগান্তির চরম পর্যায় পৌঁছে গেছে। জমি কেনাবেচা না হওয়ায় মানুষ নানাবিধ সমস্যায় পড়ছে।

জেলা রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, প্রতি ডিসেম্বরে সাতক্ষীরার শ্যামনগরে জমি কেনাবেচা একটু বেশি হয় অন্য অন্য মাসের তুলনায়। প্রতি সপ্তায় সাব রেজিস্ট্রার অফিসে ১৫০শতাধিক দলিল সম্পাদন হয়। যা থেকে সরকার আনুমানিক ১০ লাখ টাকার রাজস্ব পেয়ে থাকে। কিন্তু গত ২৬ নভেম্বর থেকে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় সকল প্রকার সেবা বন্ধ রয়েছে। কাশিমাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন বলেন, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভুগান্তিতে পড়েছে। এমন একই ধনের অভিযোগ সকল ভূমি সহকারী কর্মকর্তাদের।ভ‚মিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না। এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়েছে।

সাহবাজ নামে এক জমির মালিক জানান,তিনি ১৮ দিন আগে নাম পত্তনের আবেদন করেছিলেন। কিন্তু ভ‚মিসেবা বন্ধ জমির খাজনা নিতে পারছেনা।শ্যামনগরের ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তা বলেন, জমির নাম জারি হচ্ছে না যে কারনে দাখিলা নিতে না পারায় জমি রেজিষ্ট্রি করতে পারছে না জমি বিক্রেতারা।এক জমি বিক্রেতা বলেন আমার টাকার প্রয়োজন খুববেশী এজন্য জমি বিক্রি করবেন বলে জানান কিন্ত জমি বিক্রি করতে পারছিনা দাখিলা না পাওয়ায়।

বিষয়টি নিয়ে শ্যামনগরের উপজেলাসহকারী কর্মকর্তা (ভুমি)আব্দুল্লাহ আল রিফাত জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য সাময়িকভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকতে রয়েছে। আবার কোনো কোনো সময় কাজও করছে। তিনি বলেন জমির মালিকদের সাময়িক অসুবিধা হলেও খুব দ্রæতই ভ‚মিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।






সম্পর্কিত সংবাদ

  • দীপ্তমান ছাত্রসমাজ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • শ্যামনগরের পথ শিশু তামিমকে সাতক্ষীরা শিশু পরিবারে হস্তান্তর
  • শ্যামনগর হাটে-বাজারে ভেজাল সারে সয়লাব উৎপাদন হচ্ছে ব্যহত, প্রতারিত হচ্ছে কৃষক।
  • সুন্দরবন উপকুলীয় বাঘবিধবা নারীদের গল্প
  • শ্যামনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
  • শ্যামনগরে কাশিমাড়ী সর: প্রাথ: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন
  • শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে দেখা দিচ্ছে কৃষি জমির সংকট
  • লিডার্সের আয়োজনে সেবাদান কারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ