খাজরায় শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন জামায়াতের সভাপতি শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার(২৯ অক্টোবর) কাপসন্ডা আল আকসা জামে মসজিদে খাজরা ইউনিয়ন জামায়াত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা,উপজেলা সহ-সেক্রেটারী মাওঃ অহিদুজ্জামান শাহিন,উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান আলী,আনুলিয়া ইউনিয়ন আমির মাওলানা হারুন-অর রশিদ,আনুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম,প্রতাপনগর ইউনিয়ন আমির মাওঃ অহিদুজ্জামান,সেক্রেটারী মাওঃ আল আমিন প্রমুখ।আলোচনা সভা শেষে শহীদ জাবেদ আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাবেদ আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য,শহীদ জাবেদদ আলী ২৮ অক্টোবর-২০০৬ সালে আশাশুনি থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হাতে নিহত হন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আদালতের রায় ডিগ্রী প্রাপ্তদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসের দুই মোহরারকে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • আশাশুনি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১ম দিনে ১৩ জনের মনোনয়ন ক্রয়
  • আশাশুনি উপজেলা নারী অধিকার ফোরাম শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা
  • আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক