ভালো দাম পেয়ে শিম চাষী মোকবুলের মুখে হাসি

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ভালো দাম পেয়ে গ্রীষ্মকালীন শিম চাষী মোকবুল খুব খুশি।উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের মোকবুল হোসেন গোলদার গ্রীষ্মকালীন শিম চাষ করে দাম ভালো পাওয়াই এখন সাবলম্বী।
অন্যান্য সবজি চাষের পাশাপাশি ২০ শতাংশ জমিতে তিনি ২০২০ সাল থেকে শুরু করেন। বছরে শিম চাষে ভালো ফলন হওয়ায় আগ্রহ বেড়েছে। বাজারে চাহিদা ও ভালো দামে বিক্রি করায় খুশি তিনি। সাফল্য দেখে সবজি চাষির সংখ্যা বাড়ছে। বর্তমানে প্রায় শতাধিক কৃষক চরমাঠে শিম চাষ করছেন।
কৃষক মোকবুল হোসেন গোলদার জানান, অন্যান্য বারের তুলনায় এবার ২০ শতাংশ জমিতে একদিন পরপর প্রায় ৫০ থেকে ৬০ কেজি শিম উঠে। গৌরীঘোনা বাজার আড়তে পাইকারি বিক্রি করি । কেজি প্রতি শিম ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। প্রথমে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি থাকতে শিম বিক্রি শুরু করি। এক বিঘা জমিতে ধান চাষকরলে ১৮ থেকে ২০ মণ ধান ফলে।খরচের পরিমাণ অনেক বেশি। গ্রীষ্মকালীন শিম আবাদ করে বিঘা প্রতি ভালো ফলন হলে বিঘাতে প্রায় দুই থেকে তিন লাখ টাকায় বিক্রি করা যায়।
গৌরীঘোনা ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা আবুল কাশেম বলেন, বর্তমান ইউনিয়নে প্রায় আবাদি জমি ও মৎস্য ঘেরের ভেড়িসহ প্রায় ৩৫ হেক্টর জমিতে শিম চাষাবাদ হয়েছিল। বৃষ্টি পানিতে বন্যা প্লাবিত হওয়ার অনেক ফসল নষ্ট হয়েছে। এবার কৃষি অফিসের টার্গেট সফল হবে না।





সম্পর্কিত সংবাদ

  • বিশ্ব মানবাধিকার দিবস গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন
  • কয়রায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ হ্রাস এবং সুন্দরবনের পরিবেশগতভাবে উন্নত ও অভিজ্ঞতা বিনিময় সভা
  • শিক্ষক শেখসাদী ভূঁঞার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ
  • কয়রায় বিনা মূল্য চক্ষু শিবির ক্যাম্প
  • সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
  • পাইকগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • কেশবপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন