সাতক্ষীরায় আমীরে জামায়াতের আগমনে আশাশুনি জামায়াতের প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরা আগমন উপলক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশারফ হোসেন ও উপজেলা যুব বিভাগ সভাপতি ডাঃ রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাতক্ষীরা-৩ আসন পরিচালক আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার ছিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুস সবুর।
অন্যদের মধ্যে, জেলা কর্ম পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা নায়েবে আমির মাওঃ নূরুল আফসার মুর্তজা, সহকারী সেক্রেটারী অ্যাড. শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন, সাতক্ষীরা শহর জামায়াতের সহ-সেক্রেটারী অ্যাড. আবু তালেব, উপজেলা বাইতুলমাল সেক্রেটারী মাওঃ আনোয়ারুল হক, সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান, উপজেলা কর্ম পরিষদ সদস্য আফসার উদ্দিন খান, আশাশুনি সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
« গ্রাম পুলিশের ষড়যন্ত্র ও মিথ্যা মামলা থেকে বাঁচতে কোরআনের হাফেজের আকুতি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বুধহাটা বাজার আইবিডব্লিউএফ কমিটি গঠন »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলার মধ্য চাপড়ায় মূল নদী বাদ দিয়ে ডিএস, এসএ ওবিস্তারিত…
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা
জি এম মুজিবুর রহমান :: আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসন/বাস্তুচ্যুতি শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিতবিস্তারিত…