৮ দফা দাবী বাস্তবায়ন লক্ষ্যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলে প্রাক প্রস্তুতি সভা
নিউজ ডেস্ক :: সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও ৮ দফা বাস্তবায়নের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে খুলনা সার্কিট হাউজ ময়দানে আগামী ১৩ ডিসেম্বর ’২৪ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ ১৩ নভেম্বর দুপুর ১২টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলায়তনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ, খুলনার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বামী বিপ্রানন্দ জী’র সভাপতিত্বে এবং মৃণাল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন ধর্মালম্বীদের বলিষ্ঠ কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সনাতন ধর্মাম্বলীদের আন্দোলন সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের এই আন্দোলন সকল প্রকার অত্যাচার ও নির্যাতনকারীদের বিরুদ্ধে, সনাতন ধর্মাম্বলীদের বৈষম্যের বিরুদ্ধে। অদ্যাবধি বাংলাদেশের কোনো সরকারই সনাতন ধর্মলম্বীদের পক্ষে কোনো কাজ করেনি। যে সরকারই থাকুক আমাদের ৮ দফা দাবী বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমােেদর দাবী চলমান থাকবে। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. কুশল বরণ চক্রবর্ত্তী, প্রসেনজিৎ কুমার হালাদার, বিজয় কুমার ঘোষ, শ্যামল হালদার, বীরেন্দ্রনাথ ঘোষ, প্রশান্ত কুÐু, গোপাল চন্দ্র সাহা, বিমান সাহা, বিশ্বজিৎ দে মিঠু, নব কুমার চক্রবর্ত্তী, সমর কুÐু, প্রফুল্ল রায়, মাধব রুদ্র, সাংবাদিক সুনীল দাস, বিমল কৃষ্ণ কুÐু। সভায় প্রধান অতিথি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করেন সুব্রত মÐল শুভ, দিপংকর সাহা বাবু, লিটন মÐল, খোকন বিশ্বাস, শংকর বালা, সাগর সাহা, সত্যজিৎ মÐল, মনিশংকর নাগ, চন্দন।
এছাড়া মতুয়া মহাসংঘ, যুব ঐক্য, ছাত্র ঐক্য, সনাতন বিদ্যার্থী সংসদ, সেবা বাংলাদেশ, তীর্থালোক সংঘ, স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি, লোকনাথ সেবাশ্রম, হরিজন ঐক্য পরিষদ, মহানাম সেবক সংঘ, গীতা সংঘ, শ্রীগুরু সংঘ, ব্রাহ্মণ সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
যশোরের শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারী আটক
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভালো কাজের প্রলোভনে ভারতে যাঅবৈধভাবে ওয়ার সময় দুইবিস্তারিত…
কয়রায় শাকবাড়িয়া খালে কাঠের সেতু নির্মানে আনন্দিত দুই পাড়ের মানুষ
রিয়াছাদ আলী, কয়রা,খুলনা :: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালে সেতুর পারাপারে ঝুঁকিতে থাকাবিস্তারিত…