দেশ ও সমাজ গঠনে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে- মহিলা সমাবেশে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

এম এ আজিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন,
দাওয়াতে দ্বীনের কাজে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কের মাধ্যমে আদর্শ পরিবার গঠনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে নারী বোনদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ইসলামপুর দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে সেক্রেটারি আসাদুজ্জামান রোমেলের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জামায়াত নেতা জাহিদুর রহমান মিঠু, শরিফুজ্জামান মিঠু, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন,
দাওয়াতে দ্বীনের নারী বোনদের বিশেষ ভূমিকা পালনে বর্তমান আধুনিক যুগে এই কাজ নারী সমাজের জন্য চ্যালেঞ্জিং। আল্লাহর রেজামন্দি হাসিল ও পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে ইহকালীন ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা করতে হবে। উম্মুল মু’মিনিন খাদিজাতুল কুবরা ও মা আয়েশার (রা.) পদাঙ্ক অনুসরণে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ৯ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠন
  • কলারোয়া পৌর যুবদলের  মতবিনিময় সভা
  • কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা ০১ নং ওয়ার্ডের বি এন পির মতবিনিময় সভা
  • কলারোয়ায় দোকান মালিকের বিরুদ্ধে কর্মচারীর মায়ের সংবাদ সম্মেলন
  • কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন
  • কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল এর পিতা শতবর্ষী আকবর গাজী আর নেই
  • সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ আটক ১০