সাতক্ষীরা সদর থানার নবাগত ওসির সঙ্গে ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি শামিনুল হক’র সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছে।

রবিবার (৩ নভেম্বর) রাতে সদর থানায় এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন,সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,মাওলানা ওসমান গনিসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ।

এসময় নবাগত ওসি জামায়াত নেতৃবৃন্দসহ সাতক্ষীরা বাসির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মূনীর এর দিক নির্দেশনায় সাতক্ষীরা থেকে সর্বপরি সেবায় নিয়োজিত থাকব। সাতক্ষীরা থেকে মাদক, চোরাচালান, সন্ত্রাসীসহ সকল অপরাধ মূলক কাজ প্রতিহত করা হবে, তার পাশাপাশি প্রত‍্যেককে নিজ নিজ দায়িত্ব থেকে সকল ধরনের অসাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর থানায় নতুন ওসি হিসাবে শামিনুল হক যোগদান করেছেন। তিনি রবিবার ৩ নভেম্বর সাতক্ষীরা পুলিশ সুপার এর সাথে সৌজন্য সাক্ষাৎ এর মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসাবে যোগদান করেন। ইতি পূর্বে তিনি ঢাকা ডিএমপিতে কর্মরত ছিলেন এবং শামিনুল হক ঢাকার মিরপুর সম্ভ্রান্ত পরিবারের সন্তান । শামিনুল হক ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলার শেখপাড়া মোড়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ 
  • সাতক্ষীরায় ডি.বি হাইস্কুলের প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 
  • জনগন চায় আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে  জামায়াত – মহাদ্দিস আব্দুল খালেক 
  • ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১
  • সাতক্ষীরায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল
  • ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি- শাহাজাহান, সাধারণ সম্পাদক- আবু মুছা
  • সাতক্ষীরায় আল কুরআন এ্যাকাডেমিতে প্রাণের উচ্ছ্বাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে