সাতক্ষীরা সদর থানার নবাগত ওসির সঙ্গে ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি শামিনুল হক’র সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছে।

রবিবার (৩ নভেম্বর) রাতে সদর থানায় এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন,সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী,মাওলানা ওসমান গনিসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ।

এসময় নবাগত ওসি জামায়াত নেতৃবৃন্দসহ সাতক্ষীরা বাসির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মূনীর এর দিক নির্দেশনায় সাতক্ষীরা থেকে সর্বপরি সেবায় নিয়োজিত থাকব। সাতক্ষীরা থেকে মাদক, চোরাচালান, সন্ত্রাসীসহ সকল অপরাধ মূলক কাজ প্রতিহত করা হবে, তার পাশাপাশি প্রত‍্যেককে নিজ নিজ দায়িত্ব থেকে সকল ধরনের অসাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর থানায় নতুন ওসি হিসাবে শামিনুল হক যোগদান করেছেন। তিনি রবিবার ৩ নভেম্বর সাতক্ষীরা পুলিশ সুপার এর সাথে সৌজন্য সাক্ষাৎ এর মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসাবে যোগদান করেন। ইতি পূর্বে তিনি ঢাকা ডিএমপিতে কর্মরত ছিলেন এবং শামিনুল হক ঢাকার মিরপুর সম্ভ্রান্ত পরিবারের সন্তান । শামিনুল হক ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
  • সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
  • ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন
  • সভাপতি আমিনুর রহমান সম্পাদক মজনু সরদার 
  • সেই বিতর্কিত মন্ময় মনির ও উজ্জলের নেতৃত্বে চাঁদাবাজির পায়তারা!
  • সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
  • বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন
  • ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান