ধুলিহরে মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন

রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সাতক্ষীরা সদরের ধুলিহর (কাছারী পাড়ায়) মফেজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসার উদ্বোধন করা হয়।

অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ ক্বরী আনওয়ারুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম, জমিদাতা সদস্য গোলাম হাসান(হেলি) ও গোলাম মোস্তফা ওরফে খোকা স্যার, ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসার ইসলামের ইতিহাসের প্রভাষক আরিফুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম,বেড়বাড়ী জামে মাসজিদে ইমাম সোহরাব হোসেন,সুমাইয়া খাতুন হাফিজীয়া মাদরাসা ও হাসানুল বান্না জামে মাসজিদের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহাব,আজিজুল ইসলাম,হাফেজ আছাদুল ইসলাম,শামীম আহম্মেদ লাভলু,আলমগীর কবীর এছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মিডিয়া ও গন্যমান্য ব্যক্তি বর্গ।

এসময় বক্তারা বলেন, ছোট্ট ছোট্ট সোনামনিরা যাতে ইসলামী শিক্ষা অর্জন করতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন আপনারা আপনাদের ছোট্ট সোনামনিদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি করবেন এই বলে আমরা সকলে আশাকরি। আপনার সন্তানের জন্য ভিত্তি মজবুত করে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষার কোন বিকল্প নেই।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসের ০১ তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং জানুয়ারী মাসের ০১ তারিখ থেকে শ্রেনী কক্ষে পাঠদান শুরু করা হবে। অত্র প্রতিষ্ঠানটির নাম করন করা হয়েছে জমি দানকারী মফেজ উদ্দীন এর নামে।



(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস পালিত
  • সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন
  • ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার বলাডাঙ্গা চ্যাম্পিয়ন
  • সভাপতি আমিনুর রহমান সম্পাদক মজনু সরদার 
  • সেই বিতর্কিত মন্ময় মনির ও উজ্জলের নেতৃত্বে চাঁদাবাজির পায়তারা!
  • সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
  • বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন
  • ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান