ঢাবিতে ‌‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, শিবিরের প্রতিবাদ

নিউজ  ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো মাস্ক ও ক্যাপ পরে বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ১০ জনের একটি দল ঝটিকা মিছিল করেছে। মিছিলে তারা জয় বাংলাসহ, দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেয়।

বুধবার (২৩ অক্টোবর) ভোরে মধুর ক্যান্টিনের সামনে এই ঘটনাটি ঘটে। ঝটিকা মিছিল ও স্লোগানের ৪৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, ১০ জনের একটি দল মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বরের দিকে যায়।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় তাদের মাথায় কালো ক্যাপ ও মুখে কালো মাস্ক ছিল। এ জন্য তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এদিকে ‘জয় বাংলা’ স্লোগানকে ফ্যাসিবাদী স্লোগান উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এক বিবৃতিতে সংগঠনটি বলে, ফাঁকা ক্যাম্পাসে মুখ লুকিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মিছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য চরম হুমকি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা জোরদার ও নিম্নোক্ত দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়।

দাবিগুলো হলো : ক্যাম্পাসে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, বিগত ১৬ বছরের নিপীড়ন-সন্ত্রাস, ছাত্রদের মৌলিক ও মানবাধিকার হরণ এবং জুলাই গণহত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইন করে নিষিদ্ধ করতে হবে। ঢাবি ক্যাম্পাস থেকে ১৭ জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মুক্তকরণ এবং যৌথ বাহিনীর নৃশংস হামলার ভয়াবহতা স্মরণ করে ‘১৭ই জুলাই’-কে ‘ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রাজীব কুমার বাছাড় 
  • কৃতি সম্মাননা পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম
  • মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তির্ণ কাশিমাড়ীর কৃতি সন্তান ওয়াহিদুল্ল্যাহ
  • সাতক্ষীরার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাস’ এর নির্বাচন অনুষ্ঠিত
  • সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে দুই  দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
  • নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব
  • আদালতের নিষেধাজ্ঞা ও মামলা থাকলেও চলমান সত্বেও স্থাপনা নির্মাণ অব্যাহত
  • সৈয়দপুরে নয়াবাজার সর: প্রাথ: বিদ্যালয়ে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের উদ্বোধন