বাগেরহাট সদর উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাট সদর উপজেলাতে সোমবার ২১ অক্টোবর  সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের বাগেরহাট সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাহেলা পারভীন, বাগেরহাট সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোঃ সাইদুর রহমান,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জবেদ।

শুভেচ্ছা বক্তব্য, সংলাপের সার সংক্ষেপ ও করনীয় নির্ধারণ নিয়ে আলোচরা করেন হি হাঙ্গার প্রজেক্ট, এর খুলনা অঞ্চলের রিজওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান।
উক্ত সংলাপে ঘোষণাপত্র পাঠ করেন পিএফজি এ‍্যম্বাসেডর ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার।
এছাড়া্ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম বুলু, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি এ‍্যম্বাসেডর মোহব্বত হোসেন, বাগেরহাট জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, পিএফজি ও সুজন সদস্য সাংবাদিক সেখ সাকির হোসেন, বাগেরহাট জেলা এবং মো: ইয়ামিন আলী, পিএফজি সদস্য ও জেলা প্রতিনিধি যমুনা টেলিভিশন, বাগেরহাট।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম,বর্ণ ও গোত্রের মানুষের বসবাস। ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতির কোন বিকল্প নাই। ধর্ম কখোনই অশান্তি তৈরী করে না।   আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সকল ধর্মের নাগরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে দিয়ে এ দেশে বাস করে। ধর্মীয় সহিংসতা যে কোন দেশের উন্নয়নে বাঁধার প্রধান কারণ। দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেতে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন ।





সম্পর্কিত সংবাদ

  • শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত  
  • শার্শায় নিহতের দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
  • পাইকগাছায় তাতীদলের জনসমাবেশ অনুষ্ঠিত
  • শ্যামা-কালী পূজার মন্ডপ পরিদর্শনে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ
  • হঠাৎ মাইকে বেজে উঠল শেখ হাসিনার গুণকীর্তন, আটক ৫
  • কুষ্টিয়ায় দুই লক্ষ নকল আকিজ বিড়িসহ আটক ১
  • পাইকগাছায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছের চারা বিতরণ
  • কুষ্টিয়ায় দুই লক্ষ নকল আকিজ বিড়িসহ আটক ১