ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সীরাত মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: কলারোয়া পৌরসভাধীন ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৬ অক্টোবর সন্ধ্যায় মাফিলে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাঃ ইউনুছ আলী বাবু।
সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ আলোচনা পেশ করেন জাতীয় মাজরুসুল মোফাচ্ছির পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা সাবেক আমীর মাওঃ ওসমান গণি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহম্মদ আলী,কলারোয়া পৌর জামায়াতের সেক্রেটারী আলমগীর হুসাইন,জাতীয় মাজরুসুল পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃআব্দুস সামাদ আজাদী প্রমূখ।
বক্তগণ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের আলোকে নিজেদের জীবন গড়ার এবং তার রেখে যাওয়া সুন্নাহ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করার জন্য আহবান জানান। বক্তগণ আরো বলেন এখন সময় এসেছে এ ধেমে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার। সে জন্য আর সময় ক্ষেপন নয়, কোন অজু হাত না দিয়ে সবাইকে এগিয়ে আসুন।
মাহফিল শেষে শেখ হাফিজুর রহমানকে সভাপতি ও রাফিদ হোসেন কে সেক্রেটারী করে ঝিকরা বাইনুত নূর জামে মসজিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী ইউনিট এর একটি কমিটি গঠন করা হয়।
সম্পর্কিত সংবাদ

কলারোয়ায় উৎসবমুখর উদযাপন শেখ আমানুল্লাহ কলেজের রজতজয়ন্তী
কামরুল হাসান ।। কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উৎসব এক মহা মিলনমেলায় পরিণত হয়।বিস্তারিত…

কলারোয়ায় বিএম আ. রশিদ কচির স্মরণ সভায়— সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএম আব্দুর রশিদবিস্তারিত…