ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সীরাত মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: কলারোয়া পৌরসভাধীন ঝিকরা বাইতুন নূর জামে মসজিদে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৬ অক্টোবর সন্ধ্যায় মাফিলে সভাপতিত্ব করেন কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাঃ ইউনুছ আলী বাবু।

সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ আলোচনা পেশ করেন জাতীয় মাজরুসুল মোফাচ্ছির পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা  সাবেক আমীর মাওঃ ওসমান গণি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্‌রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহম্মদ আলী,কলারোয়া পৌর জামায়াতের সেক্রেটারী আলমগীর হুসাইন,জাতীয় মাজরুসুল পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃআব্দুস সামাদ আজাদী প্রমূখ।

বক্তগণ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনের আলোকে নিজেদের জীবন গড়ার এবং তার রেখে যাওয়া সুন্নাহ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করার জন্য আহবান জানান। বক্তগণ আরো বলেন এখন সময় এসেছে এ ধেমে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার। সে জন্য আর সময় ক্ষেপন নয়, কোন অজু হাত না দিয়ে সবাইকে এগিয়ে আসুন।

মাহফিল শেষে শেখ হাফিজুর রহমানকে সভাপতি ও রাফিদ হোসেন কে সেক্রেটারী করে ঝিকরা বাইনুত নূর জামে মসজিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী ইউনিট এর একটি কমিটি গঠন করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কলারোয়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সমাপ্তি
  • শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা-
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত
  • কলারোয়ায় দেয়াড়া ইউনিয়নে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়ার চন্দনপুরে বিএনপির প্রস্তুতি সভা
  • কলারোয়ায় দুই কোটি টাকা নিয়ে উধাও এনজিও কর্মকর্তা গ্রাহকদের হাতে আটক