নিউজ ডেস্ক ::
তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়— শিরোনামের এক গানের মডেল হয়ে ২০১১ সালে রাতারাতি জনপ্রিয়তা পান মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। খুব অল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন। এরপরই হুট করে শোবিজ থেকে উধাও হয়ে যান তিনি। শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয়ে এখনও সতেজ এই মডেল।
তারই উদাহরণ হিসেবে সম্প্রতি আবারও আলোচনার টেবিলে উঠে এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার কিছু নতুন ছবি, যা নিয়ে কয়েক দিন ধরে চলছে আলোচনা। যুক্তরাজ্যের একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন শায়না। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি।
বরং অনেকেই ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপে-গুণে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালে আসাদুজ্জামান সেতুকে বিয়ে করেন শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার করছেন এই তারকা। এখন স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি। শায়না বর্তমানে দুই সন্তানের মা। মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর।
২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন। যার নাম রাখা হয় আরশিয়া। তবে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ে আর ফেরার ইচ্ছা নেই বলে এর আগে জানিয়েছেন শায়না । অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই তার।