শিশু হাসপাতালে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস

নিউজ ডেস্ক :: রোগীদের ভোগান্তি কমানোর পাশাপাশি চিকিৎসাপ্রাপ্তি সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এতে হাসপাতালের ‘সি ব্লক ও বহির্বিভাগের’ মধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা মিলবে। এতে মুমূর্ষু রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত হবে।রোববার হাসপাতালের উপপরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার সহযোগী অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিলের সভাপত্বিতে ওয়ান স্টপ সার্ভিস চালু বিষয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিডিও (আয়-ব্যয়ন কর্মকর্তা) অধ্যাপক ডা. মাহবুবুল হক, সহকারী পরিচালক (উন্নয়ন) নেসার উদ্দিন, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকৌশলী (মেইনটেনেন্স) সাইদুর রহমান, সহকারী পরিচালক অর্থসহ অন্যান্য চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ড মাস্টার প্রমুখ।
হাসপাতাল সংশ্লিষ্টরা যুগান্তরকে বলেন, শিশু হাসপাতালে সেবা গ্রহীতাদের বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠীর। তারা দূরদূরান্ত থেকে মুমূর্ষু শিশুদের নিয়ে হাসপাতালে আসেন। রোগীর চাপ বেশি থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিকিৎসক দেখাতে হয়। চিকিৎসকরা রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিলে টাকা জমাদানের জন্য ব্যাংকের বুথেও দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর নমুনা সরবরাহ এবং রিপোর্ট সংগ্রহ ও ফের লাইনের ভোগান্তি পোহাতে হয়।
হাসপাতালে আসার পর এক ভবন থেকে অন্য ভবনের ছোটাছুটি করতে গিয়ে চিকিৎসা পেতে বিলম্ব হয়। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে সি ব্লকে অবস্থিত ব্যাংকে টেস্টের টাকা জমার পর বহির্বিভাগ থেকেই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সংগ্রহ ও পাশেই চিকিৎসকের রুমে রোগী দেখানোর ব্যবস্থা থাকবে। এছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকা রোগীর অভিভাবকদের জন্য অপেক্ষাগার করা হবে। এভাবে সবকিছু এক ছাদের নিচে নিয়ে আসার উদ্যোগ বাস্তবায়ন হলেই রোগীরা দ্রুত সময়ে কাক্সিক্ষত সেবা পাবেন।
সম্পর্কিত সংবাদ

যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
নিউজ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা তারেক রহমান বলেছেন,বিস্তারিত…

শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
নিউজ ডেস্ক :: দেশের তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের উদ্ভাবনীবিস্তারিত…