কালিগঞ্জের নলতা কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আরাফাত,কালিগঞ্জ :: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বেলা ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অধ্যক্ষের অনুপস্থিতে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সাবুর আলীর মাধ্যমে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আন্দোলনের সমন্বয়কসহ অর্ধ শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরকৃত লিখিত আবেদন জমা দেয়া হয়। ওই আবেদনে দুর্নীতিবাজ ও নিয়োগ ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও অধ্যক্ষের সকল অপকর্মের দোসর অফিস সহকারী দীপক কুমার পালের অপসারণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সমন্বয়কবৃন্দ।
এছাড়াও অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের দুর্নীতি সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক যথাক্রমে জাহিদ হোসেন, আজমীর হোসেন, শাহারিয়ার হোসেন, মোজাহিদুল আলম, মেহেরাব, মারুফ হোসেন প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক (দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ) সাবুর আলী, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, মাহমুদুন্নবী খান, আব্দুল মজিদ প্রমুখ।
এ ব্যাপারে জানার জন্য অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুল ফজল মোহাম্মদ বাপীর নিকট জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন থেকে উত্থাপিত দাবির বিষয়ে জানতে পেরেছি। জরুরি ভিত্তিতে ম্যানেজিং কমিটির সদস্যদের ডেকে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত সংবাদ

২৭ পদের ইফতার সামগ্রী দিয়ে ইফতার করিয়েছে রোজাদার ও গ্রামবাসীদের
কালিগঞ্জ প্রতিনিধি। কৃষ্ণনগরের পল্লিতে চৌধুরীয়াটি জামে মসজিদে যুবকদের উদ্যোগে ২৭ পদের ইফতার সামগ্রী দিয়ে ইফতারবিস্তারিত…

জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর ২নংওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলবিস্তারিত…