সরকারি খাস জমি অবৈধভাবে জবর দখল এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ

কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে জবর দখল করে মৎস্য ঘের এবং এলাকায়
উৎপাত করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ। এলাকার ভূক্তভোগীরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহ বিভন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। গত মঙ্গোলবারভূক্তভোগীরা ওই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার বুড়ুলী মৌজার সরকারি খাস খতিয়ানের জমি অবৈধভাবে জবর দখল করে মৎস্য ঘের এবং এলাকায়
উৎপাত করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চুয়াডাঙ্গা গ্রামের আজিবার রহমান গাজী ছেলে ইমরান গাজী গংদের বিরুদ্ধে একই  গ্রামের ভূক্তভোগী জনসাধারণ। অভিযোগে আরও বলাহয়েছে, বুড়লী মৌজায় ১নং খাস খতিয়ানের আনুমানিক ৩ একর অংশের একটি জমি রয়েছে। যা দীর্ঘদিন যাবত পানি নিষ্কাশনের জন্য খাল ছিল। কিন্তু অভিযুক্ত ইমরান গাজীর নের্তৃত্বে বিভিন্ন ভূমিদস্যূগণ গত ০৫’আগষ্ট-২০২৪ তারিখে সরকার পতনের পর উক্ত জমি দখল করে মৎস্য ঘের ও টোং নির্মাণ করেছে। অভিযুক্ত ব্যক্তিগণ এলাকার প্রভাবশালী হওয়ার কারণে, এলাকাবাসী তাদের এহেন অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পাইনি। উক্ত সরকারি খাল ও জলাশয় দখল করার কারণে বর্তমানে বন্যা/বৃষ্টির সময়ে এলাকার পানি নিষ্কাশন না হতে পেরে বহু পরিবার পানি বন্দী জীবন যাপন করছে। অভিযুক্ত ব্যক্তিগণকে এলাকাবাসীর পক্ষ থেকে বারংবার এহেন অবৈধ দখল সরানোর জন্য অনুরোধ করা হয় কিন্তু তারা দখল সরানোর বিপরীতে এলাকাবাসীকে হুমকি, ধামকি সহ অকথ্য ভাষায় গালি গালাজ করে। এছাড়াও গত ৬ আগষ্ট-২০২৪ তারিখে সংখ্যালঘু সম্প্রদায়ের একই গ্রামের ফকীর চন্দ্র মন্ডলের ছেলে দেবু মন্ডল (৪০)-কে অত্র এলাকার শরিফুল বিশ্বাসের চায়ের দোকান সংলগ্ন স্থানে সৌর বিদ্যুৎ ল্যাম্প পোস্টের সাথে পায়ে রশি বেঁধেঁ উপর দিকে পা এবং নিচের দিকে মাথা দিয়ে ঝুলিয়ে জন প্রকাশ্যে মারপিট করে আহত করে।
এর পর কেশবপুর হাসপাতালে দেবু মন্ডল চিকিৎসা নেয়। অভিযুক্ত ব্যক্তিগণ সরকার পতনের পর দিন থেকে বর্তমান অবধি এলাকায় প্রচন্ড বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার শান্তি বিনষ্ট করছে। এক কথায় তাদের জন্য এলাকায় বসবাস করা প্রচন্ড কষ্টকর হয়ে পড়েছে। এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উল্লেখিত খাস জমি (খাল)-এর দখল অবমুক্ত করে
এলাকাবাসীকে জলাবদ্ধতা হতে মুক্তি দেওয়া এবং অভিযুক্ত ব্যক্তির উৎপাতের হাত থেকে মুক্ত করে এলাকায় বিরাজমান আতঙ্ক নিরসন করার জন্য অনুরোধ করা হয়।
ইমরান গাজী বলেন, অভিযোগটি সম্পূর্ণ সত্তি না। যেসব অভিযোগ আনা হয়েছে কিছু মিথ্যা কথা বলা হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন আটক
  • অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক
  • চাঞ্চল্যকর শিশু রাহি হত্যার আসামীর ফাঁসির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন
  • পাইকগাছায় পাখি শিকারীকে জরিমানা
  • কপোতাক্ষ চর ভরাটি জমি নিয়ে দু’পক্ষের দখল ও কর্তৃত্ব নিয়ে সংঘাত সংঘর্ষের আশঙ্কা
  • আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার
  • পাইকগাছায় তুচ্ছ ঘটনায় চায়ের কাঁপের আঘাতে নির্মাণ শ্রমিক জখম
  • পাইকগাছায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার