কলারোয়ায় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবের পূজামণ্ডপ পরিদর্শন 

কামরুল হাসান:: কলারোয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার সন্ধ্যায় তিনি কলারোয়াার কয়লা ঘোষপাড়া পূজামণ্ডপ ও কাশিয়াডাঙ্গা পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও স্থানীয় জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী মণ্ডপে  মণ্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করবে। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তালা ও কলারোয়া উপজেলার সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, তালার ১৯৬ ও কলারোয়ার ৩৯ পূজামণ্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজার মহাষষ্ঠী উদযাপিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা এম এ রব শাহিন, মো. রফিক, রবিউল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিএম আফজাল হোসেন পলাশ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, পূজামণ্ডপ কমিটির স্বপন কুমার দাস, পঙ্কজ কুমার ঘোষ প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
  • কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন 
  • তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশে হবে সুখী-সমৃদ্ধির বাংলাদেশ : কলারোয়ায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়া পাইলট হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত
  • কলারোয়ায় আশরাফ আলীর মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান 
  • কলারোয়ায় দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন সাবেক এমপি হাবিব 
  • কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী
  • কলারোয়ায় অসচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবদল নেতা কেএম পলাশ