৮ দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে : মির্জা ফখরুল

নিউজ  ডেস্ক :: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার ও দখলদারিত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রতিটি ঘটনারই বিচার হবে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা জানান।বিএনপি মহাসচিব বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।

এ সময় তিনি অভিযোগ করেন, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।মির্জা ফখরুল এ সময় বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য, জয়দেব জয়, জনি দেব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • আগেজাতীয় পার্টি কার্যালয়ে আগুন, ‘বেইমান’ আখ্যা দিয়ে ‘নিশ্চিহ্ন’ করার ডাক হাসনাতের
  • আগামী জুনের মধ্যে নির্বাচন চায় এলডিপি
  • নতুন কর্মসূচি দিল জাতীয় পার্টি
  • সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তার দাবি ছাত্রদল সম্পাদকের
  • অন্তর্বর্তী সরকারের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা নেই, বিশ্বাস মির্জা ফখরুলের
  • স্বৈরাচারের দোসররা যেন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে
  • মাঠে সরব হচ্ছেন নেতাকর্মীরা জেলা-মহানগরে সমাবেশ করবে বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মিথ্যা মামলা প্রত্যাহার ও আ.লীগ দোসরদের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরানোর দাবি জানাবে
  • মির্জা ফখরুলের সঙ্গে নেপাল রাষ্ট্রদুতের সাক্ষাৎ