আলোচনার এজেন্ডার ওপর নির্ভর করছে সংস্কারের বিষয়ে জামায়াতের প্রস্তাব

নিউজ ডেস্ক :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফার সংলাপ হতে যাচ্ছে আজ শনিবার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আলোচনার মুখ্য বিষয় হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং এ বিষয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধানের সংস্কারে যে কমিটিগুলো করা হয়েছে সে কমিটিগুলোর কাছে আমাদের প্রস্তাবনা তুলে ধরব।

আমাদের সংস্কার প্রস্তাবে যেসব বিষয় আসতে পারে তার মধ্যে রয়েছে সংবিধানে বিচারপতি নিয়োগের যে কয়েকটি ধারা রয়েছে সেগুলো সংশোধন। কারণ বর্তমানে বিচারপতি নিয়োগ হয় পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এ দুজনের মধ্যে সমন্বয় থাকবে। সংসদে সমন্বয় থাকবে।

আমরা সংসদীয় পদ্ধতির সরকার, কিন্তু সংসদ ঠুঁটো জগন্নাথ, প্রশংসার বাণী উচ্চারণকারী হাউজে পরিণত হয়েছে। এখানে কোনো জবাবদিহি নেই। তাই এখানে পরিবর্তন দরকার।এর আগের দুই দফার সংলাপে নির্দিষ্ট কয়েকটি দল অংশ নিলেও এবার রাজনৈতিক দলের সংখ্যা বেড়েছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তৃতীয় ধাপের সংলাপে অংশ নিতে যাচ্ছেন।

সূত্র: দেশ রূপান্তর নিউজ

 

 

 






সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
  • ইনসাফ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
  • আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক
  • ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন
  • জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
  • ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল
  • সৈয়দপুরে বিআরইএল’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
  • নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করায় জামায়াতের প্রতিবাদ