কলারোয়ায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন এবং সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন ওই সভায় উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী ৮ অক্টোবর এই প্রতিযোগিতা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে ক্রীড়া পরিচালনা কমিটি, অডিট কমিটি ও ক্রয় কমিটি গঠন করা হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রদান
এম এ আজিজ :: সাতক্ষীরা কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবার ” ও আমেরিকা প্রবাসী ছোটবিস্তারিত…
কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
এম এ আজিজ :: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে ৫৩তম জাতীয় সমবায় দিবসবিস্তারিত…