কলারোয়ায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন এবং সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন ওই সভায় উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী ৮ অক্টোবর এই প্রতিযোগিতা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে ক্রীড়া পরিচালনা কমিটি, অডিট কমিটি ও ক্রয় কমিটি গঠন করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় ওষুধসামগ্রী ও শাড়ি উদ্ধার
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কলারোয়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সমাপ্তি
  • শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা-
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত
  • কলারোয়ায় দেয়াড়া ইউনিয়নে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়ার চন্দনপুরে বিএনপির প্রস্তুতি সভা
  • কলারোয়ায় দুই কোটি টাকা নিয়ে উধাও এনজিও কর্মকর্তা গ্রাহকদের হাতে আটক