আখড়াখোলায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে ছাগল বিতরন
মোঃ রাশেদ রেজা :: ২৭ শে সেপ্টেম্বর, শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা-মুকুন্দপুর-বয়ারখোলা জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বীকরনে সহায়তা স্বরুপ মহিলাদের মাঝে ছাগল বিতরন করা হয়।
দাতব্য সংস্থা “সোয়াব” এর সভাপতি- মোঃ জামিলুজ্জামান জামিলের সভাপতিত্বে জুম্মা বাদ অনুষ্ঠানটি শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল গনি। এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক – মোঃ আনোয়ারুল ইসলাম, দাতব্য সংস্থা “সোয়াব” এর সেক্রেটারি – মোঃ শরিফুজ্জামান, জান্নাতুল ফেরদাউস মসজিদের ইমাম ও খতিব – মাওলানা মোসলেমউদ্দীন, জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীল -মাওলানা জাহিদ বিন মশিউর, হাফজ আব্দুল্লাহ, রিদ্দীকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ” সোয়াব ” এর স্বেচ্ছাসেবকদের মধ্যে তরিকুল, রিফাত, খালিদ, অলিদ প্রমুখ। এসময় ৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি- মোঃ জামিলুজ্জামান জামিল বলেন – আমাদের দাতব্য সংস্থা ” সোয়াব” অনেক আগে থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক এবং দারিদ্র্য বিমোচনমূলক কাজ করে আসছে।
তিনি আরোও বলেন – আমরা এখন ৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ” ছাগল বিতরন ” এর মধ্য দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আগামী ১ মাসের মধ্যে আমরা আরো ও ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করবো।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীয়তাবাদী কৃষকবিস্তারিত…
নলতা হাই স্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি’র কমিটি গঠন
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :; সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় একটি শতবর্ষী ঐতিহ্যবাহীবিস্তারিত…