অবসরের ঘোষণা দিলেন সাকিব

অনলাইন ডেস্ক :: ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা অনেক দিন আগেই দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এ সময় তিনি জানান, টি-২০ বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন।

পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। টেস্ট ক্রিকেটের বিদায়টা অবশ্য নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে তাকে।

অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি-২০ তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।

সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান।

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলবেন তিনি।






সম্পর্কিত সংবাদ

  • র‍্যাংকিংয়ে উন্নতি ফাহিমা-রাবেয়ার, অবনতি জ্যোতির
  • একের পর এক বিদেশি তারকা দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম
  • জেনে নিন ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচের দিনক্ষণ
  • নাজেহাল ইংলিশ বোলাররা, পিটারসেন-ভনের কাঠগড়ায় পিচ
  • শান্তর উপলব্ধি ‘গোড়ায় গলদ’
  • ‘বাংলাদেশের ব্যাটিং অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন’
  • ব্যর্থতার পর মাহমুদউল্লাহকে মুরব্বি বলে ট্রল
  • ব্রাজিলের গোলরক্ষকের পর ডিফেন্ডারও ‘আউট’