বেনাপোলে আটকে গেল ভারতে পাঠানো দুই ট্রাক ইলিশ
নিউজ ডেস্ক :: দুর্গাপূজা উপলক্ষে অন্য বছরের মতো এবারও ভারতে যাচ্ছে ইলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রথম চালানে ৮ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দরে পৌঁছেছে। তবে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় রাত ১১টা পর্যন্ত ভারতে ঢোকেনি
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইলিশের ট্রাক ভারতে ঢুকতে পারে বলে জানিয়েছে রফতানিকারক প্রতিষ্ঠান ও মৎস্য কর্মকর্তা
আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ পাঠানো শেষ করতে হবে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ১০ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মূল্যে রফতানি করা হচ্ছে এই ইলিশ।
জানা যায়, কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রফতানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পরে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেয়।
বেনাপোল বন্দরের মৎস্য কর্মকর্তা আসওয়াদুল ইসলাম বলেন, ‘মাছ রফতানির ক্ষেত্রে যেসব কাগজপত্র দরকার তার সবগুলো দেখাতে পারেনি রফতানিকারক প্রতিষ্ঠান। বিশেষ করে মৎস্য অধিদফতরের অনুমতিপত্র এখনও হাতে পাইনি। বর্তমানে ইলিশের ট্রাক বন্দরে দাঁড়িয়ে আছে। কাগজপত্র এলেই ঢোকার অনুমতি দেয়া হবে।’
বেনাপোল বন্দরের উপপরিচালক সজিব নাজির জানান, কাগজপত্রের কাজ শেষে পণ্যবাহী ইলিশের ট্রাক যাতে দ্রুত ভারতে ঢুকতে পারে সেই সহযোগিতা করা হবে।
« সকল ভেদাভেদ ভুলে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কলারোয়ার পাঁচপোতায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
খুলনায় নভোথিয়েটার, জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
খুলনা প্রতিনিধি :: রবিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুর কবীর বালু মিলনায়তনেবিস্তারিত…
১৫ বছর পর প্রথমবার জামিন পেলেন ২৫০ সাবেক বিডিআর সদস্য
নিউজ ডেস্ক :: দেশে ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতর পিলখানায় সংঘটিতবিস্তারিত…