‘এটা ভারত, পাকিস্তান নয়’ শান্তকে বাসিত আলী

 নিউজ ডেস্ক :; চলতি মাসেই পাকিস্তান সফরে গিয়ে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

পাকিস্তানে মাইলফলক স্পর্শ করে দেশে ফিরে কয়েক দিনের ব্যবধানে ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলেছে টাইগাররা।

সফরের শুরুতে চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে।

পাকিস্তান সফরে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ দলকে ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলতে দেখে রীতিমতো হতাশ বাসিত আলী।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আফসোস করেই বলেছেন, ‘এটা ভারত, পাকিস্তান নয়।’ তার মানে পাকিস্তানকে হেসেখেল হারাতে পারলেও ভারতের সঙ্গে টেক্কা দেওয়া সহজ ব্যাপার নয়।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘শান্ত ২-০ ব্যবধানে ভারতকে হারানোর কথা বলেছিল। আরে ভাই, এটা পাকিস্তান নয়। পাকিস্তানে যারা রান করেছে চেন্নাই টেস্টে তারা নিষ্প্রভ ছিল। জাকির ও সাদমানকে আরও বড় ইনিংস খেলতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশ-পাকিস্তানে যতটা পার্থক্য, ভারত-বাংলাদেশে ততটা পার্থক্য। টস জিতে কেন বোলিং নিয়েছিলেন? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম দুই ঘণ্টার ফায়দা লুটতে চায়, তারা জিতবে না। শেষপর্যন্ত লড়াই করে জিততে হয়। ৫-৬ বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি। কখনো টেস্টে টস জিতে বোলিং করতে দেইনি। এমন যদি হতো উইকেটে প্রচুর পরিমাণ ঘাস আছে।’

বাসিত আলি বলেন, ‘৫ বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল। তারাই ম্যাচ উইনার। গম্ভীর কী বলেছিল মনে আছে? আমার ২০ উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে ১৪টি, বাংলাদেশের ২০টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো?’

তিনি বলেন, ‘হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে। হাসান ও তাসকিন প্রথম ইনিংসে বেশ ভালো বল করেছে। টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দুজন মাত্র ১৩ ওভার করল, হয়ত ইনজুরির ভয়ে।’






সম্পর্কিত সংবাদ

  • চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার
  • উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ
  • কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত 
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
  • দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার
  • চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে T,C,C কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
  • কলারোয়া ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ