গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরার নাজমুল নিহত

নিউজ ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) নিহত হয়েছেন। এতে আটোরিকশার আরও চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুলের বন্ধু খালিদ হাসান সুমন সাতক্ষীরা নিউজকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল আমার ছোট বেলার বন্ধু। সে গাজীপুরে একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এ ঘটনায় অন্যান্য নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯)।

জানা গেছে, উপজেলার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় এক শিশুকে (৪) এবং সিএনজিচালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় সিএনজি চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরার উন্নয়নে জেলা সমিতির ৫ দাবি
  • সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ সাতক্ষীরা সিটি হাসপাতালের উদ্বোধন করলেন 
  • দৈনিক আলোর পরশ পত্রিকা প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • দৈনিক আলোর পরশ পত্রিকা পূনরায় প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • বুধহাটায় সিরাতুন্নাবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত