কথা বন্ধু পরিষ্কার, চাই আমার অধিকার: সালমা
নিউজ ডেস্ক::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রক্ত আর হাজারও প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৫ বছরের স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
এরপর থেকেই প্রতিদিন কোনো না কোনো দাবি আদায়ের আন্দোলনে মুখরিত দেশবাসী। এ চিত্র এখন ভীষণ পরিচিত সবার কাছে। আবার বিনোদন জগতের তারকারাও আছেন এই আন্দোলন-সংগ্রামে।
কেউ তুলেছেন বৈষম্যবিরোধী দেশ গড়ার দাবি, কেউবা নারীবান্ধব সমাজের দাবি, আবার কেউ কেউ হাজির পেশাদারিত্বসংক্রান্ত দাবি নিয়ে। তবে এসব দাবির চেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দাবি একেবারেই আলাদা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো একদফা একদাবি নিয়ে হাজির হয়েছেন।
এটা তার নতুন গানের ‘শিরোনাম’! গানটি যেন সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। এর আগে ক্লোজআপ তারকা ঘোষণা দিয়েছিলেন— নতুন গানের পারিশ্রমিকের পুরোটাই তিনি বন্যার্তদের তহবিলে দেবেন। এরই মধ্যে তার নতুন এ গানটি প্রকাশ পেয়েছে।
গত ৩ সেপ্টেম্বর ইউটিউব চ্যানেলে এসেছে গানটির ভিডিও। সালমান আহমেদ সোহাগের নির্মাণে ভিডিওচিত্রে মডেল হয়েছেন শুভ ও আরুশি। এ গানের কথা ও সুর করেছেন সোহেল খান। সংগীত পরিচালনায় রোহান রাজ। গানটির প্রথম লাইন এ রকম— ‘কথা বন্ধু পরিষ্কার, চাই আমার অধিকার, একদফা একদাবি, তুই বন্ধুয়া শুধু আমার হবি।
’সালমা বলেন, ‘এই সময়ে অনেকে অনেক রকম দাবি নিয়ে রাজপথে দাঁড়াচ্ছেন। আমিও আমার প্রেমিকের কাছে দাবি তুলে ধরেছি। গানটি শ্রোতারা বেশ পছন্দও করেছেন।’
সূত্র:যুগান্তর ডেস্ক
সম্পর্কিত সংবাদ
মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী
নিউজ ডেস্ক :: ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখনবিস্তারিত…
অভাবে বাড়ি বিক্রি করেন অমিতাভ: রজনীকান্ত
নিউজ ডেস্ক :: ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ‘ভেট্টইয়ান’ সিনেমা মুক্তির জন্য। কারণ এ ছবিরবিস্তারিত…