হাবিব ভাইয়ের সঙ্গে একটা চমক আসতে পারে’
নিউজ ডেস্ক ::‘সাধারণত নিজের জন্মদিনে এমনটি হয় না। প্রতিবছর আমার জন্মদিন পালনটা অনেকটা সাদামাটাই হয়। বুধবার রাতে বাইরে ছিলাম। বাসায় ফিরে দেখি ভেতরে পুরো বাসা সাজানো। অন্য রকম পরিবেশ।
প্রথম এমন তো, একটু সারপ্রাইজ হয়েছি।’ বলছিলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আজ ৫ সেপ্টেম্বর এই গায়কের জন্মদিন। জন্মদিনের রাতের প্রথম প্রহরটা প্রথমবারের মতো একটু ভিন্নভাবে উদ্যাপিত হয়েছে।
সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে ইমরান বলেন, ‘গতকাল রাতে সুন্দর করে পুরো বাসাটি জানানো হয়েছিল। বাইরে থেকে বাসায় ঢুকেই তো আমি অবাক। ১২টা ১ মিনিটে পরিবারের সবাই মিলে কেক কাটলাম। আমার স্ত্রীর সঙ্গে প্রথম জন্মদিন পালন করলাম।
যদিও বিয়ের পরে গত বছর প্রথম জন্মদিন পড়েছিল কিন্তু শো করতে যুক্তরাষ্ট্রে থাকার কারণে তাঁর সঙ্গে কেক কাটতে পারিনি। এবারই প্রথম কাটলাম। সঙ্গে আমার মা ও বোন ছিল। খুবই আনন্দঘন পরিবেশে আমার জন্মদিনের প্রথম প্রহরটি শুরু হয়।
বিয়ের পর প্রথম স্ত্রীর সঙ্গে জন্মদিন পালন করলেন। স্ত্রী থেকে কী উপহার পেলেন ইমরান?—জানতে চাইলে এই গায়ক বলেন, ‘স্ত্রীর কাছ থেকে অনেক সারপ্রাইজ পেয়েছি। সবচেয়ে বড় কথা আমার স্ত্রী আমার জন্য এতগুলো গিফট কিনেছে, জানতেই পারিনি।
কী কী গিফট, সেটা এখানে না বলি। তবে আমার জন্মদিনে তার সেরা গিফট, সে নিজ হাতে রান্না করে দুপুরে আমাদের সবাইকে খাইয়েছে।’ জন্মদিনে সারা দিন হাতে কোনো কাজ রাখেননি। পুরোটা দিনই বাসায় পরিবারকে সময় দিচ্ছেন। রাতে সবাইকে নিয়ে বের হবেন—জানালেন ইমরান।
বলেন, ‘বিয়ের পর স্ত্রী, মা ও বোনকে একসঙ্গে পেয়েছি, তা ছাড়া পরিবারে যাঁদের কারণে পৃথিবীতে এসেছি, যাঁদের স্নেহে বড় বড় হয়েছি, তাঁদের সঙ্গেই সময়টা কাটাতে চাই। এ জন্য দুদিন কোনো কাজ হাতে রাখিনি। পরিবারের সঙ্গে সময় দিচ্ছি। রাতে সবাইকে সঙ্গে নিয়ে খেতে বের হব।
বলতে পারেন, সময়টা একটু বিশেষভাবে উদ্যাপন করছি।’এদিকে গত এপ্রিল মাসে ইত্যাদিতে প্রচারিত ইমরানের সুর করা তাহসান খান ও তাসনিয়া ফারিণে কণ্ঠে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি দারুণ আলোচিত হয়।
ওই একই সময়ে প্রকাশিত ইমরানের সুর ও কণ্ঠে ‘ভালোবাসি বলে যাও’ গানটিও শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল। এরপর আর নতুন কোনো গান আসেনি এই গায়কের। জানা গেছে, অনেকগুলো বড় বড় প্রজেক্ট হাতে আছে তাঁর।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
সম্পর্কিত সংবাদ
‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’
নিউজ ডেস্ক::সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামকবিস্তারিত…
বুবলীর নতুন সিনেমা ‘নীল টিপ’, নায়ক ছোটপর্দার
নিউজ ডেস্ক::আট মাস পর নতুন সিনেমা ‘নীল টিপ’ নিয়ে আসছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শোনাবিস্তারিত…