বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭১

নিউজ ডেস্ক ::  বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১১ জেলায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এর মধ্যে ফেনীতেই মারা গেছেন ২৮ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন। নারী মারা গেছেন সাতজন এবং শিশু ১৯ জন।

 

সবচেয়ে বেশি ফেনীতে মারা গেছেন ২৮ জন, এরপর কুমিল্লায় ১৯ জন, নোয়াখালীতে ১১ জন, চট্টগ্রামে ছয় জন, কক্সবাজারে তিনজন মারা গেছে। এছাড়া খাগড়াছড়ি, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে একজন করে মারা গেছেন।

তিনি জানান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাক্ষণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে এসেছে। মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এছাড়া এখনেও পানিবন্দী আছে পাঁচ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার। বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন।






সম্পর্কিত সংবাদ

  • বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত,সাগরে সুস্পষ্ট লঘুচাপ
  • সাতক্ষীরা সীমান্তে দেড় কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
  • ইনু, মেনন, পলক ও মামুন কারাগারে
  • ড. ইউনূসের মেগাফোন কূটনীতিতে ভারতের অস্বস্তি
  • ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ-ভারতের গত্যন্তর নেই: ডয়চে ভেলেকে ড. ইউনূস
  • খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড
  • পরিবর্তনের প্রত্যাশা : সংস্কার কমিশনের দায়িত্বে ৬ বিশিষ্ট নাগরিক 
  • ‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’