কলারোয়ার পাঁচটি ইউনিয়নে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় পাঁচটি ইউনিয়নে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ কারাভোগের পর বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জামিন পাওয়া কারাগার থেকে মুক্ত হওয়ার পথে থাকা নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ৫টি ইউনিয়নের চারটি স্থানে প্রস্তুতি সভায় উপজেলা নেতৃবৃন্দ বলেন, সাবেক এমপি হাবিব দক্ষিণ জনপদের উন্নয়নের রূপকার। তিনিসহ ৪৬ জন মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন। সম্প্রতি জামিন পেয়েছেন কারারুদ্ধ সকলে।
তাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান তারা।

উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়া হাইস্কুল চত্বরে, কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে, সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল চত্বরে এবং কেরালকাতা ও হেলাতলা ইউনিয়নের যৌথ উদ্যোগে কাজিরহাট বাজারে এই সমাবেশ গুলো অনুষ্ঠিত হয়।

পৃথক সমাবেশগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কে এম আশরাফুজ্জামান পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিন পারভেজ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজু বিএম আফজাল হোসেন পলাশ আবু জাফর, যুবদল নেতা মোখলেসুর রহমান, আলম হোসেন, সোহাগ হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে আমিরুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান
  • সহকর্মীর মৃত্যুতে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের শোক জ্ঞাপন 
  • কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের আলোচনা সভা ও কমিটি গঠন
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
  • দেশ ও সমাজ গঠনে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে- মহিলা সমাবেশে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
  • কলারোয়ার চেঁড়াঘাটে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত