ভোট বানচালের চেষ্টা করবে নানা শক্তি, সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা
 
			সাতক্ষীরা নিউজ ডেস্ক :: আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে দেশি-বিদেশি নানা শক্তি চেষ্টা করবে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে তিনি যত ঝড়ঝাপ্টাই আসুক তা অতিক্রম করতে নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।
নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে জানিয়ে সরকারপ্রধান বলেছেন, নির্বাচনি নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে— এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
এর আগে সকালে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ আরও অনেকে।
আগামী ফেব্রুয়ারির শুরুতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। সরকারও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তবে জুলাই সনদ ইস্যুতে গণভোট আয়োজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যদিও সেই গণভোট আলাদাভাবে হবে নাকি নির্বাচনের দিন হবে সেটা নিয়ে দেখা দিয়েছে বিরোধ।বিএনপিসহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়। তবে জামায়াতসহ তাদের মিত্ররা নভেম্বরের মধ্যে আলাদাভাবে গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছে।
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ পেশ করেছে সেখানে আলাদা এবং নির্বাচনের দিন দুইভাবেই গণভোটের আয়োজন করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে। এবার গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।
এদিকে গণহত্যায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে দলটির পলাতক নেতারা দেশের বাইরে অবস্থান করে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সরকার সম্ভাব্য চ্যালেঞ্জ মাথায় নিয়েই ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে।
সম্পর্কিত সংবাদ
 
	সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত…
 
	জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালেবিস্তারিত…


